প্রকাশিত: Mon, Jul 17, 2023 10:24 AM আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM
[১]জাপান দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া
সাজ্জাদুল ইসলাম: [২] দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বলেছে, উত্তর কোরিয়ার পারমাণবিক ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপের জবাবে মিত্রদেরকে সচেতনতার জানান দিতে এ মহড়া চালানো হয়। আল-জাজিরা
[৩] দক্ষিণ কোরিয়া ও জাপানের পানি সীমার মাঝে রোববার এ মহড়া চলায়। এতে তিন দেশে এজিস রাডার সজ্জিত ডেস্ট্রয়ার ত্রিদেশীয় এ মহড়ায় অংশ নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনী একথা জানায়।
[৪] একজন নৌ কর্মকর্তা বলেছেন, এ মহড়ায় কম্পিউটারের মাধ্যমে ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রের টার্গেট সনাক্ত ও অনুসরণ করার প্রক্রিয়া অনুশীলন এবং সংশ্লিষ্ট তথ্য নিজেদের মধ্যে শেয়ার করার বিষয় প্রাধান্য দেওয়া হচ্ছে।
[৫] উত্তর কোরিয়া সর্বশেষ হয়াসং-১৮ ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালায় গত বুধবার। দেশটি একে তার পারমাণবিক স্ট্রাইক ফোর্সের মূল এ ক্ষেপনাস্ত্র তাদের পূর্ব উপকুল থেকে নিক্ষেপ করে। পিয়ংইয়ং এটিকে তার ‘শত্রুদের প্রতি শক্তিশালী বাস্তব হুঁশিয়ারি’ বলে বর্ণনা করে।
[৬] সম্প্রতি উত্তর কোরিয়ার একান্ত অর্থনৈতিক অঞ্চলে মার্কিন গোয়েন্দা বিমানের উড্ডয়ন এবং সম্প্রতি মার্কিন পারমাণবিক সাবমেরিনের সফর নিয়ে উত্তপ্ত বিতর্কের পর উত্তর কোরিয়া এ ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালায়। উত্তর কোরিয়া এসব পদক্ষেপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সংকল্প ব্যক্ত করেছে।
[৭] সিউল, টোকিও ও ওয়াশিংটন উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় এ ক্ষেপনাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে। তারা একে কোরীয় উপদ্বীপ এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার প্রতি মারাত্মক হুমকি বলে বর্ণনা করেছে।
[৮] রোববার উত্তর কোরিয়া জানায়, রোববারের যৌথ মহড়া ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রের বিরুদ্ধে আমাদের সামরিক জবাব দানের সক্ষমতা জোরদার এবং দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতা উন্নয়নে সহায়ক হবে। সম্পাদনা: ইমরুল শাহেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে